ঈদে নতুন জামা পরা হলো না সাজ্জাদের, পথেই গেল প্রাণ
Published: 28th, March 2025 GMT
কুমিল্লার হোমনায় কাভার্ডভ্যানের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে হোমনা-গৌরিপুর সড়কের হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যারেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ পৌরসভার গোয়ারীভাঙ্গা গ্রামের মো. আমির হোসেনের ছেলে ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ছেলের আকস্মিক মৃত্যুতে মায়ের আহাজারি থামছে না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে শোকের ছায়া নেমে এসেছে।
থানা ও পরিবারসূত্রে জানা গেছে, সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে বেলা ১১টার দিকে বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। হঠাৎ বাঞ্ছারামপুর থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাৎক্ষণিক আহত অবস্থায় তাকে হোমনা হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, ড্রাইভার ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল