ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। আজ শনিবার ভোর থেকে মির্জাপুর উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ থেকে জামুর্কী পর্যন্ত ১৮ কিলোমিটার মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চলছে।

নরসিংদী থেকে সকাল ছয়টায় লালমনিরহাট সদরের উদ্দেশে রওনা হয়েছেন আরাফাত ইসলাম। পথে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় মোটরসাইকেল থামিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে কিছুটা যানজট রয়েছে। তবে গাজীপুরের চন্দ্রার পর তিনি যানজট দেখেননি।

একই স্থান থেকে কুড়িগ্রাম যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন মালেক মিয়াসহ কয়েকজন যাত্রী। মালেক বলেন, রাস্তায় আগের চেয়ে যানবাহন অনেক বেশি। তারপরও তিনি বাসের জন্য আধা ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছেন। ট্রাকও পাচ্ছেন না। যেসব ট্রাক পাচ্ছেন, তাতে ভাড়া বেশি চাওয়া হচ্ছে। তিনি বলেন, ‘যত কষ্টই অউক। বাড়ি তো যাওন লাগব।’

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মাসুদ খান বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও গতি স্বাভাবিক আছে। মহাসড়কে টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সব দিক খেয়াল রাখছেন। যানজট যেন না হয়, সে বিষয়ে কাজ করছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য নজট

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ