পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৯ মার্চ) বিকেলে জেলা শহরের মসজিদ পাড়া এলাকায় জেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও ইফতার মাহফিল হয়। 

জামায়াতে ইসলামীর মানবসম্পদ, মিডিয়া ও তথ্য, আইটি সেক্রেটারি এবং জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আধ্যাপক ইকবাল হোসাইন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও পঞ্চগড় শহর শাখার আমীর মাওলানা জয়নাল আবেদীন। 

জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পঞ্চগড়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
 

আরো পড়ুন:

শীর্ষ বিনিয়োগ সম্মেলনে থাকবে বিএনপি-জামায়াত-এনসিপির বুথ

ইফতারে মাহফিলে বাধা, জামায়াতের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

ঢাকা/নাঈম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইফত র ইসল ম র ইফত র

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ