Samakal:
2025-11-03@06:18:55 GMT

ঈদ আয়োজনে শ্রাবণ্য তৌহিদা

Published: 29th, March 2025 GMT

ঈদ আয়োজনে শ্রাবণ্য তৌহিদা

সারা বছরই উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটে শ্রাবণ্য তৌহিদার। ঈদ এলে ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। বেশ কয়েকটি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে উপস্থাপনায় দেখা যাবে। আগামী ঈদে দেশ টিভির জন্য নির্মিত ঈদ বিশেষ সেলিব্রিটি টক শোর সাত পর্ব, একটি দৈনিক পত্রিকার ‘তারকা আড্ডা’ অনুষ্ঠানের সাত পর্ব, বিটিভির জন্য নির্মিত ঈদ মিউজিক্যাল শো ও দুটি ভিন্ন সেলিব্রিটি টক শো, চ্যানেল টোয়েন্টি ফোরের পাঁচ পর্বের ‘ঈদ গল্প আড্ডা’, জিটিভির সাত পর্বের ঈদ বিশেষ আয়োজন ও গ্লোবাল টিভির সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।

ঈদ আয়োজনের উপস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদে সাধারণত বড় বড় তারকার সিনেমা মুক্তি পায়। এই সিনেমা ঘিরে বিভিন্ন চ্যানেল বর্ণিল আয়োজন করে। সেসব আয়োজনে একজন উপস্থাপিকা হিসেবে অংশগ্রহণের সুযোগটা হাতছাড়া করতে ইচ্ছা করে না। অনেকেই জানেন, আমি উপস্থাপনা ও অভিনয়ের বাইরেও আমার একটি পরিচয় আছে। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সময় ম্যানেজ করে আমি এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করি। যাদের নিমন্ত্রণে এসব আয়োজনে অংশগ্রহণ করি, তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ, তারা আমার দিকটাও বেশ গুরুত্বের সঙ্গে সম্মান দিয়ে আমাকে নিয়ে কাজ করেন। এবারের ঈদের সব আয়োজনই বিশেষ বিশেষ কারণে বিশেষ হয়ে উঠেছে। আশা করছি, আমার উপস্থিতিতে সেসব অনুষ্ঠান দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়াবে।’

অনেক দিন অভিনয়ে নেই। দর্শক কি অভিনয়শিল্পী তৌহিদা শ্রাবণ্যকে মিস করছেন না? শ্রাবণ্যের ভাষ্য, ‘অভিনয় তো করতেই চাই। সময়-সুযোগ হয়ে ওঠে না। আগামী ঈদের পর ওয়েব সিরিজে কাজ করার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজটির শুটিংয়ে অংশ নেব।’   
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র উপস থ প

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ