যশোরে মেয়ের শ্বশুর (বেয়াই) কুপ্রস্তাব দেওয়ায় তার চোখে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বেয়াইন। শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাহাদুর জেস গার্ডেন পার্কের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সিরাজুল ছেলের শ্বশুরবাড়িতে যান। হঠাৎ স্থানীয়রা সেই বাড়িতে মারামারি ও কান্নার শব্দ শুনতে পান। পরে তারা গিয়ে দেখেন, বেয়াই-বেয়াইন মারপিট করছেন। এ সময় সিরাজুলের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের থামান। গুরুতর আহতাবস্থায় সিরাজুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরে সিরাজুলের বেয়াইন থানায় আত্মসমর্পণ করেছেন।

হাসপাতালে ভর্তি সিরাজুল বেয়াইনের অভিযোগ নাকচ করে বলেছেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে।’’

অন্যদিকে, বেয়াইন অভিযোগ করে বলেন, ‘‘সিরাজুল দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। এ সময় আত্মরক্ষার চেষ্টা করি। তখন সিরাজুলের চোখে লাগে।’’

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ‘‘মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিরাজুল চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে খুলনায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’

ঢাকা/রিটন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব য় ইন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ