ভারত-পাকিস্তানে আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপন করা হবে।
শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ মার্চ) খালি চোখেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে এবার ২৯টি রোজা পালন করবে ভারতের মুসল্লিরা।
পাকিস্তানও ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে। দেশটিতে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। সে হিসেবে এবার পাকিস্তানের মানুষও ২৯টি রোজা পালন করবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের ঘোষণা দেয় মালয়েশিয়া ও ব্রুনাই। দেশ দুটিতেও আগামী সোমবার ঈদ উদযাপন করা হবে।
সবার আগে এ বছর ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতেও আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স মব র
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ