জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের প্যান্ডেলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি পৌর শহরের দানেজপুর ডিগ্রি কলেজে মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচটি জীবিত গরু ও একটি জবাই করা গরুর মাংস, তেল, মসলা-চাল লুট করা হয়েছে।

এ ঘটনায় আজ শনিবার পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো.

ডালিম হোসেন (৫৫), জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (৩৭), পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আপেলকে (৩৬) আসামি করে একটি মামলা করা হয়েছে। পৌর শহরের দানেজপুর মহল্লার সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলার এজাহারে আসামিদের দলীয় পদবি উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার করেনি পুলিশ।

পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, ‘আমার শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শনিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করতে চেয়েছিলাম। এরই মধ্যে শুক্রবার রাতে উপজেলা বিএনপির সভাপতি ডালিম হোসেনের নেতৃত্বে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের নেতা ফয়সালসহ বিপুলসংখ্যক লোকজন অস্ত্র নিয়ে দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখভালের দায়িত্বে থাকা ফারুক হোসেনকে মারধর করেন। এতে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান। এরপর ডালিম হোসেন ও তাঁর লোকজন ডেকোরেটের আসবাব ভাঙচুর করে তাতে আগুন দেন। সেখানে জবাই করতে আনা পাঁচটি গরু, একটি জবাই করা গরুর মাংস, তেল-মসলা লুট করে নিয়ে যান। খবর পেয়ে রাতেই থানা-পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।’

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ডালিম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র বিশাল হত্যা মামলার আসামি গোপনে ইফতার পার্টি করতে চেয়েছিলেন। এটি জানার পর বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে শুক্রবার রাতে ইফতার মাহফিলের আয়োজন পণ্ড করে দিয়েছেন। আমাকেসহ বিএনপির লোকজনদের আসামি করা হয়েছে। আমি ঘটনার সময় ছিলাম না।’

জেলা ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেন বলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাসহ দুটি মামলার আসামি। তিনি ইফতার মাহফিলের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করছিলেন। ক্ষুব্ধ লোকজন শিখার ইফতার মাহফিল আয়োজন পণ্ড করে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, দোয়া ও ইফতার মাহফিল প্যান্ডেল হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ ও ইফতারির পণ্য চুরির ঘটনায় থানা মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র ব এনপ র ও ইফত র ল কজন উপজ ল

এছাড়াও পড়ুন:

রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে

চলতি বছরের শুরুতে ৪০ পেরিয়ে গিয়েছেন। কিন্তু তার পা যেন বয়সকে পাত্তাই দেয় না। ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপস্থিতি মানেই উত্তেজনা, প্রত্যাশা আর গোলের গন্ধ। এবারও তার ব্যতিক্রম হলো না। এক প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে দারুণ এক গোল করে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ তারকা।

অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় অনুষ্ঠিত এই গ্রীষ্মকালীন ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল সৌদি ক্লাব আল-নাসর। ম্যাচের ২৫তম মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। কারণ, মাঠে ছিলেন রোনালদো।

৮ মিনিট পরই পাল্টা জবাব দেন আল-নাসরের ফরোয়ার্ড ওয়েসলি। প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে তার পাস পেয়ে বল জালে জড়ান রোনালদো, দারুণ এক ওয়ান টাচ ফিনিশে। সমতায় ফেরার পর আল-নাসরের খেলায় আসে নতুন ছন্দ।

আরো পড়ুন:

মেসির জাদুতে জয়ে ফিরল ইন্টার মায়ামি, ডি পলের অভিষেকে উচ্ছ্বাস

মেসি বনাম ইয়ামাল: ফিনালিসিমার সময়সূচি ঘোষণা

দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেন রোনালদো। একটি সুযোগ তো প্রায় নিশ্চিত গোল হয়ে যেত, যদি না জোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ায় সামান্য ভুল হতো। বাঁ দিক থেকে আসা ক্রসটিতে দুজনই একসঙ্গে পা লাগাতে গিয়ে গোলটা মিস করেন।

তবে ম্যাচে তার প্রভাব ছিল চোখে পড়ার মতো। একাধিকবার দূরপাল্লার শটে তুলুজ গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলেন। শুধু গোলই নয়, তার দৌড়, পাস, আর শারীরিক ভাষা বুঝিয়ে দিচ্ছিল; তিনি থামার মতো কেউ নন।

৭৬তম মিনিটে মোহাম্মদ মারান দুর্দান্ত এক হেডে আল-নাসরের জয় নিশ্চিত করেন। নাওয়াফ বুশালের দুর্দান্ত ক্রসে ভেসে ওঠা হেডটি সোজা গোললাইনের ভেতর গিয়ে জড়ায়।

ম্যাচ শেষে রোনালদো ফেসবুকে নিজের ‘সিউ’ উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, “এই ক্ষুধা কখনোই শেষ হবে না। আমরা কেবল শুরু করেছি।” তার এই বার্তা যেন একধরনের হুঙ্কার, এক নতুন লড়াইয়ের ইঙ্গিত।

আল-নাসরে যোগ দেওয়ার পর বড় কোনো শিরোপা জেতা না গেলেও রোনালদো থেমে থাকেননি। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫টি গোল করেছেন ক্লাবটির হয়ে। এবার নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন। লক্ষ্য এবার আরও বড়; ট্রফি জয় এবং ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা।

আল-নাসরের পরবর্তী প্রীতি ম্যাচ আগামী ১০ আগস্ট, স্পেনের পাওয়ার হর্স স্টেডিয়ামে লা লিগার ক্লাব আলমেরিয়ার বিপক্ষে। আর মৌসুমের প্রথম বড় লড়াই শুরু ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে। সেই লড়াইয়ের আগে রোনালদোর এই বার্তা একটাই— তাকে এখনো অনেক কিছু জিততে হবে!

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ