ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার পেছনেও রোনালদোর প্রভাব কম নয়। এবার সেই রোনালদোরই রেকর্ড ছুঁলেন ফরাসি তারকা। লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রিয়ালকে দারুণ এক জয় এনে দিলেন এমবাপ্পে।  

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে সেই লিড এক মিনিটের বেশি ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৩ মিনিটে ডিয়েগো গার্সিয়ার গোলে সমতা ফেরায় লেগানেস। বিরতিতে যাওয়ার আগেই চমক দেখায় অতিথিরা। ৪১ মিনিটে দানি রাবার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় লেগানেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় রিয়াল। ৪৭ মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত গোল রিয়ালকে ফেরায় ম্যাচে। ২-২ সমতা নিয়ে এগোতে থাকে খেলা। ম্যাচের ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এই জোড়া গোলের মাধ্যমে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের মাইলফলকে পৌঁছালেন এমবাপ্পে। এই কীর্তি গড়তে তার লেগেছে ৪৪ ম্যাচ। ২০০৯-১০ মৌসুমে রোনালদোও রিয়ালে প্রথম বছরে ৩৩ গোল করেছিলেন। তবে মৌসুমের অনেকটা সময় বাকি থাকায় এমবাপের সামনে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।  

রোনালদোর পাশে নাম লেখানো নিয়ে উচ্ছ্বসিত এমবাপে বলেন, ‘এই ম্যাচটি আমার জন্য বিশেষ কিছু। রোনালদোর সমান গোল করা গর্বের বিষয়। আমরা সবাই জানি, রিয়াল মাদ্রিদে রোনালদো কতটা গুরুত্বপূর্ণ! আমাদের মাঝে কথাও হয়, তিনি আমাকে পরামর্শ দেন। তবে শুধু গোল করলেই হবে না, শিরোপাও জিততে হবে।’  

এমবাপ্পের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সে দারুণ খেলছে, পার্থক্য গড়ে দিচ্ছে, আর এটাই আমরা তার থেকে চাই।’  

এই জয়ে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পাশে বসেছে রিয়াল। তবে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ন এমব প প গ ল কর

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ