Samakal:
2025-08-01@05:08:04 GMT

শুরু হচ্ছে ছয় সিনেমার লড়াই

Published: 30th, March 2025 GMT

শুরু হচ্ছে ছয় সিনেমার লড়াই

বছরজুড়ে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ব্যতিক্রম শুধু দুই ঈদ। এই দুই উৎসবে সিনেমাপ্রেমীরা তাদের প্রিয় তারকার সিনেমা দেখতে হলে ভিড় জমায়। ফলে সিনেমা হল হয়ে ওঠে সরব। এই ঈদুল ফিতরে আসছে ছয়টি ভিন্নধর্মী সিনেমা, যার প্রতিটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে মন্তব্য ছবিগুলোর নির্মাতাদের। অ্যাকশন, থ্রিলার, হরর– সব ধরনের মসলাই থাকছে এবারের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে। পরিচালকদের ভিন্ন ভিন্ন নির্মাণশৈলী ও চমকপ্রদ কাস্টিং এই সিনেমাগুলোর প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। একনজরে দেখে নেওয়া যাক ঈদের ছয়টি সিনেমা ও এগুলোর বিশেষ দিক–

ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ‘বরবাদ’
এবারের অ্যাকশনপ্রেমীদের জন্য থাকছে বড় বাজেটের ‘বরবাদ’ সিনেমাটি। তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয় এ ছবির মাধ্যমে দর্শকদের উপহার দিচ্ছেন এক ভিন্নধর্মী গল্প। ছবিটি মূলত রিভেঞ্জ থ্রিলার ঘরানার, যেখানে প্রতিশোধ ও প্রতারণার এক জটিল খেলায় জড়িয়ে পড়বে চরিত্ররা। সিনেমাটির মূল আকর্ষণ শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা। 

বখে যাওয়া প্রেমিক ও স্টাইলিশ থ্রিলার গল্পে জংলি
‘জংলি’ ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ সিনেমা দিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি হয়েছে, যেখানে গল্পের বাঁকবদল দর্শকদের চমকে দেবে। স্টাইলিশ ভিজ্যুয়াল ও রোমাঞ্চকর কাহিনির জন্য সিনেমাটি তরুণ দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নির্মাতা। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি। 

দাগি আসামির নতুন পরীক্ষা
ছোট পর্দায় একের পর এক হিট সিরিজ উপহার দেওয়ার পর জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন এবার ঈদে হাজির হচ্ছেন ‘দাগি’ সিনেমা নিয়ে। থ্রিলারধর্মী এই সিনেমার গল্প সমাজের অন্ধকার দিক ও রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। শিহাব শাহীন তাঁর নির্মাণশৈলীর জন্য বরাবরই প্রশংসিত, তাই ‘দাগি’ দর্শকদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা হতে পারে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। এই সিনেমার ব্যতিক্রমী প্রচারণা সবার নজর কেড়েছে। এতে নিশোকে দেখা গেছে দাগি আসামির বেশে। 

রহস্যে মোড়ানো হরর ইউনিভার্স ‘জ্বীন থ্রি’
বাংলাদেশে হরর সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘জ্বীন থ্রি’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি এই সিনেমা আগের দুটি পর্বের মতোই ভয় ও রহস্যে মোড়ানো। আধুনিক ভিএফএক্স ও ভয়াবহ সিনেমাটোগ্রাফি ব্যবহার করে নির্মিত হওয়ায় এটি দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াচ্ছে। ছবিটির এবারের পর্বে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সঙ্গে আছেন সজল। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে চক্কর
একটি অপরাধ, একাধিক সন্দেহভাজন ও এক রহস্যময় গল্প– এই থিম নিয়ে তৈরি হয়েছে ‘চক্কর’। পরিচালক শরাফ আহমেদ জীবন ইতোমধ্যে ক্রাইম-থ্রিলার ঘরানায় বেশ পরিচিত। ‘চক্কর’ সেই ধারায় নতুন সংযোজন হতে চলেছে। এই সিনেমায় রয়েছে রহস্য, সাসপেন্স এবং মানসিক টানাপোড়েন, যা দর্শকদের শেষ পর্যন্ত ভাবিয়ে তুলবে বলে মন্তব্য নির্মাতার। তিনি আরও বলেন, ‘চক্কর মানবিক স্পর্শের গল্প। সরকারি অনুদানের সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছি।’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে মইনুল নামে একজন গোয়েন্দা পুলিশের চরিত্র রয়েছে। এই চরিত্রই করছেন মোশাররফ করিম। তাঁর বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

পারিবারিক গল্পের ‘অন্তরাত্মা’
পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অত্নরাত্মা’। এতে অভিনয় করছেন শাকিব খান ও কলকতার দর্শনা বনিকসহ অনেকেই। ঈদ সিনেমার তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ঈদ র স ন ম এই স ন ম র জন য রহস য

এছাড়াও পড়ুন:

বাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের ওপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকেই এ আক্রমণের মাত্রা বেড়েছে।  

ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন আজ শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প যখন বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন, তখনই ভারতকে উদ্দেশ করে তাঁর এমন কঠোর অবস্থান সামনে উঠে আসে।

হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ’, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। জবাবে ভারত সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য ‘লক্ষ্য করেছে’ এবং এর ‘প্রভাব মূল্যায়ন’ করবে।

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যবিরোধ: পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে

আজ থেকে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ধার্য করা ২৫ শতাংশ পাল্টা শুল্ক গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত সম্ভাব্য শুল্ক থেকে মাত্র ১ শতাংশ কম।

এ হার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশ শুল্কের চেয়ে বেশি। তবে গত মে মাসে  চীনের ওপর আরোপিত ৩০ শতাংশ শুল্কের চেয়ে কিছুটা কম।

হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। একাধিক দফা আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া অনেক কোম্পানির নতুন গন্তব্য হয়েছে দেশটি। মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন এখন ভারতে উৎপাদিত হচ্ছে; যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ওটিআর) তথ্যমতে, গত বছর ভারত-যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন (১২ হাজার ৯০০ কোটি) ডলার। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্য।

ট্রাম্প কেন ভারতকে নিশানা করছেন

সম্প্রতি ট্রাম্প একাধিকবার বিভিন্ন পণ্যের ওপর ভারতের ‘অতি উচ্চ’ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। এর মধ্যে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যও রয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অত্যন্ত বেশি।’

এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

দেশীয় শিল্পকে রক্ষা করতে ভারত কিছু পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে।

ওটিআরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে পণ্যবাণিজ্যে প্রায় ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের ঘাটতি দেখেছে। এটি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তুলনামূলকভাবে গত বছর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রায় ২৯৫ বিলিয়ন (২৯ হাজার ৫০০ কোটি) ডলারের বাণিজ্যঘাটতিতে ছিল।

আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫

ট্রাম্প আরও ক্ষুব্ধ যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ তেল কেনা অব্যাহত রেখেছে।

‘এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা’, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।

ভারতের প্রতিক্রিয়া

এ সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ভারত সরকার ট্রাম্পের ওই বক্তব্যে তুলনামূলকভাবে মৃদু, তবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।

ভারতের ওপর ধার্য করা শুল্কহার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশের চেয়ে কিছুটা কম।

বুধবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যে আরেক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫আরও পড়ুনট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা১৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ