বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তিন স্টক এক্সচেঞ্জের মধ্যে সমঝোতা চুক্তি সই
Published: 30th, March 2025 GMT
ছবি- ডিএসইর সৌজন্যে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আট বছর বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার, হলো আরেক রেকর্ড
চাপ, প্রত্যাশা, স্টারডম—বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার মানেই অনেক কিছু। ডিয়েগো ম্যারাডোনা থেকে রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে পল পগবা—ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। গত পাঁচ দশকে এই ট্রান্সফার ফি রীতিমতো পাহাড়সম হয়ে উঠেছে।
১৯৮০ সালে অ্যান্ডি গ্রের অ্যাস্টন ভিলা থেকে উলভসের হয়ে ৩০ লাখ ইউরোতে যোগ দেওয়াই ছিল তখনকার বিশ্ব রেকর্ড। ২০০০ সালে সেই রেকর্ড বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৬৫ লাখ ইউরোতে। এই টাকায় লাৎসিওর ক্রিস্টিয়ান ভিয়েরিকে কিনেছিল ইন্টার মিলান। আর এখন? এখনকার রেকর্ড ফি সেই অঙ্কের পাঁচ গুণের বেশি।
২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে নিতে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করে পিএসজি। আগের রেকর্ডটা ছিল পল পগবার—২০১৬ সালে জুভেন্টাস থেকে ফেরাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে খরচ করতে হয়েছিল ১০৫ মিলিয়ন বা ১০ কোটি ৫০ লাখ ইউরো। নেইমারকে দলে টানতে গিয়ে পিএসজি একবারেই রেকর্ডটাকে দ্বিগুণ করে ফেলে।
আট বছর হয়ে গেল, নেইমারের সেই রেকর্ড কেউ ছুঁতে পারেননি। আর এ সপ্তাহেই দলবদল ইতিহাসের নতুন একটি অধ্যায়ে নাম লেখালেন ব্রাজিলিয়ান তারকা।
২০০১ সালে সে সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ কিনে নেয় জিনেদিন জিদান