অন্য রকম মা-সন্তানদের অন্য রকম ঈদ
Published: 30th, March 2025 GMT
‘আম্মু, আম্মু...’। সাড়ে চার বছরের জুবায়ের আবেগ জড়ানো কণ্ঠে মাকে ডাকছিল। পাশের ঘর থেকে মা আসতেই দৌড়ে কাছে গেল শিশুটি।
ছোট্ট হাতে মাকে ধরে শিশুটির মুখের একগাল হাসি যেন থামছেই না। অথচ শুধু জুবায়ের নয়, তার বাকি পাঁচ ভাই-বোন ও বেতনভুক মাকে দেখে বোঝার উপায় নেই তারা কেউই রক্তের সম্পর্কে আবদ্ধ নয়। এক দিন, দুই দিন করে এই মায়ার শিকড় এতটাই শক্ত হয় যে তা আজীবন থেকে যায়।
ঈদের প্রস্তুতি কেমন হলো? কীভাবে কাটবে এবারের ঈদ? সেসব জানতে গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীর এসওএস শিশুপল্লিতে যাওয়া। ‘জোনাকী’ নামের বাড়ির মা, অর্থাৎ জুবায়েরের মায়ের নাম নাদিরা খাতুন। তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি বারবার তার ছয় সন্তানের গুণের কথা বলছিলেন। কোন মেয়ে রান্না ভালো পারে, কোন ছেলে খেলাধুলায় ভালো— এসব বলাতেই যেন তাঁর রাজ্যের আনন্দ।
জানতে চাইলাম, ঈদের কেনাকাটা শেষ? নাদিরা খাতুন বলেন, ‘হ্যাঁ, কেনা হয়েছে। আসলে এক দিনে সবাইকে নিয়ে তো বের হওয়া যায় না। সময় করে কয়েক দিনে বের হয়েছিলাম।’
সন্তানের পছন্দকে প্রাধান্য দিয়েই পোশাক কিনে দেন এই মা। ছেলেদের পাঞ্জাবি ও শার্ট মার্কেট থেকেই কিনেছেন। ছেলেমেয়েরা প্রযুক্তিসচেতন জানিয়ে তিনি বলেন, ‘এখন তো ইন্টারনেটের যুগ। আমার বড় মেয়ে অনলাইনেই পোশাক পছন্দ করে রাখে। সেখান থেকেও অর্ডার করি।’
মুঠোফোনে মেহেদির নকশা ঠিক করে রেখেছে এক মেয়ে। এমনকি কোন মেয়ে মায়ের হাতে মেহেদি লাগিয়ে দেবে, সেটা নিয়েও আছে প্রতিযোগিতা। তাই মেহেদির কথা বলেই হেসে ফেলেন নাদিরা খাতুন।
মায়ের সঙ্গে কথা শেষ হওয়ার আগেই ছেলে মো.
আনন্দ করতে এবার কী কী কিনেছ, জিজ্ঞাসা করতেই ইয়ামিন বলে, পাঞ্জাবি, প্যান্ট, গেঞ্জি, জুতা।
এসওএস শিশুপল্লির সন্তানদের পছন্দকে প্রাধান্য দিয়ে পোশাক কিনে দেন মাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ