লালমনিরহাটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত ম্যুরালের একাংশ জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

সোমবার (৩১ মার্চ) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তারা বলেন, মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসের স্মারক ম্যুরালটি কোনো ঘৃণ্য উদ্দেশ্যে ভাঙা হয়েছে তা তদন্ত করে বের করতে হবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। একইসাথে কালবিলম্ব না করে ম্যুরালটি সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবিও জানান তারা। 



 

ঢাকা/মামুন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ ফেলে ডাকাতি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সুরমা চা বাগান অংশে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরমা চা বাগান এলাকায় চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুইটি ট্রাকের গতিরোধ করে চালকদের কাছ থেকে ফোন ও টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এসময় কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। ওইসব যানবাহনেও ডাকাতির চেষ্টা করে তারা।

আরো পড়ুন:

কিশোরগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি

গাইবান্ধায় বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

যাত্রীদের মধ্য থেকে কেউ একজন বিষয়টি চুনারুঘাট থানাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

তিনি আরো জানান, ঘটনাস্থল মাধবপুর থানাধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ