সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর-পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নয়ন মিয়া (১৩) নামের ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাত–আটজন সমবয়সী বন্ধুর সঙ্গে নয়ন জাফলংয়ে বেড়াতে আসে। পিয়াইন নদের জিরো পয়েন্টে নৌকা ভাড়া করে তারা বেড়াতে যায়। এ সময় তারা গোসলের জন্য পানিতে নামে। একপর্যায়ে নয়ন পানির স্রোতে তলিয়ে যায়। পরে নয়নের সঙ্গী ও স্থানীয় লোকজন বিকেল সাড়ে চারটার দিকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ রাত ১০টার দিকে প্রথম আলোকে জানান, নয়ন মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। খবর পেয়ে নয়নের বাবা এসে ময়নাতদন্ত ও কোনো ধরনের মামলা দায়ের ছাড়া তার লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন। এ আবেদন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার আ’লীগ নেতা মাওলাদ

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। আজ বিকালে ঢাকা থেকে নিয়ে আসার পরে উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গ্রেপ্তারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।

সম্পর্কিত নিবন্ধ