ঈদুল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় মোদি লেখেন, ‘পবিত্র রমজান মাসের সমাপ্তির সঙ্গে সঙ্গে, আমি এই সুযোগে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

নরেন্দ্র মোদি বলেন, পবিত্র মাসজুড়ে ভারতের ২০ কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ বিশ্বের অন্যান্য মুসলিম ভাই-বোনদের সঙ্গে রোজা পালন ও প্রার্থনার মাধ্যমে সময় কাটিয়েছেন। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত উদযাপন, আত্মসমালোচনা, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক।

ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে এক জায়গায় নিয়ে আসে। এই শুভক্ষণে আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি। আমাদের দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।’

 

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড ইউন স

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থীত শ্রমিক সংগঠন, "বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন" নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বাস্তবায়ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। 

তারই অংশ হিসেবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমানকে বিষয়টি লিখিতভাবে  অবহিত করেন এবং উক্ত সমাবেশ এবং র‌্যালিটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে সোনারগাঁ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লার নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সহসভাপতি জনাব আব্দুল মজিদ শিকদার ও নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সাধারন সম্পাদক জনাব ফিরোজ আহমাদ ভুঁইয়া সোনারগাঁ থানার ওসির সাথে সাক্ষাত করে এই সহযোগীতা কামনা করেন। 

জানাযায়, আসছে ১লা মে রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। সে আলোকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাঁচপুর বাস টার্মিনালে সকাল ৯টায় বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে এক শ্রমিক সমাবেশ এবং র‌্যালি করা হবে। অত্যন্ত সুন্দর ও সু-শৃঙ্খলভাবে এই দিবসটি যথাযথভাবে পালন করবে পরিকল্পনা করেছেন। 

উক্ত দিবস উপলক্ষ্যে তাদের অন্যান্য কর্মসূচি মধ্যে আছে, অসহায় দুস্থ শ্রমিকদের মাঝে খাবার বিতরণ,  ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম ও অসহায় দুস্থ শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মোদির যুদ্ধপ্রবণ মনোভাবের নিন্দা ইমরান খানের
  • কর্মক্ষেত্রে অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন
  • শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা 
  • ‘মানবিক করিডর’ প্রদানের বিষয়ে সতর্কতা প্রয়োজন: জাতীয় মুক্তি কাউন্সিল
  • আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমির  দুই দিনের আয়োজন
  • মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না, নির্দেশ হাইকোর্টের
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন
  • কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি: আমীর খসরু
  • কোনও মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি: আমীর খসরু
  • কোনও মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি: আমির খসরু