শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান’ আবৃত্তির মাধ্যমে কাজী সব্যসাচীকে স্মরণ করে এক কবিতাময় সন্ধ্যার সূচনা করেন আবৃত্তিশিল্পী তাপস মাইতি। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন দল ‘আবৃত্তির অনুভবের’ ১০ সদস্য।

সম্প্রতি মুম্বাইয়ের গাইমুখে সংঘমিত্র কালীবাড়ি প্রাঙ্গণে ‘স্মরণে সব্যসাচী’ শীর্ষক এক কবিতপাঠ ও গানের আসর বসেছিল। এই সন্ধ্যায় বরেণ্য আবৃত্তি শিল্পী কাজী সব্যসাচীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাপস মাইতি ও তাঁর দল ‘আবৃত্তির অনুভবে’। ব্যতিক্রমী এই সন্ধ্যার আয়োজক ছিলেন সংঘমিত্রর কর্ণধার শ্রী পার্থ রায়।

‘স্মরণে সব্যসাচী’ সন্ধ্যার প্রধান অতিথি ছিলেন কাজী পরিবারের সদস্য সংগীতশিল্পী নূপুর কাজী। মুম্বাই শহরে আধুনিক আবৃত্তি শিল্পের পথিকৃৎ কাজী সব্যসাচী স্মরণে এই আয়োজন দ্বিতীয় বর্ষে পা রাখল। প্রথম বর্ষে উপস্থিত ছিলেন কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী।

শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান’ আবৃত্তির মাধ্যমে কাজী সব্যসাচীকে স্মরণ করে এক কবিতাময় সন্ধ্যার সূচনা করেন আবৃত্তিশিল্পী তাপস মাইতি।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স মরণ

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ