ছুটি না পেয়ে, যানবাহন না পেয়ে, ভোগান্তি এড়াতে নানা কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকে। তাই ঈদের পরদিনও গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। তবে পথে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
মঙ্গলবার (১ এপ্রিল) ঢাকার যাত্রাবাড়ী, কাজলা এলাকা ঘুরে অনেককে ঢাকা ছাড়াতে দেখা গেছে।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কর্মব্যস্ততার কারণে, কেউবা ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেন। পুরো পরিবার, আত্মীয়-স্বজন নিয়ে অনেকে যাচ্ছেন।
নুরজাহান বেগম নামে এক যাত্রী বলেন, “বায়তুল মোকাররমে আমাদের দোকান। গতকাল সকাল ৭টা পর্যন্ত দোকান খোলা ছিলো। এরপর কী আর যাওয়া সম্ভব। আজ সবাই মিলে গ্রামের বাড়ি চট্টগ্রাম যাচ্ছি। আমাদের মত অনেকেই দেখছি ঢাকা ছাড়তেছে।”
তানভীর আলম নামে এক যাত্রী বলেন, “পরিবারসহ ঢাকায় ঈদ করেছি। এবার ঈদে লম্বা ছুটি। হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি গ্রাম থেকে ঘুরে আসি। এজন্য যাচ্ছি।”
কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসচালকের সহকারী হায়দার জানান, এবার ঈদের সময় যাত্রীর চাপ খুব বেশি ছিল না। তবে আজও অনেকেই বাড়ি যাচ্ছেন।
ভাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, “ঈদের সময়, তাই ২০/৩০ টাকা বেশিই নিচ্ছি। ঈদ বলে কথা।”
ছোট বাচ্চা ও নানিকে নিয়ে সিলেট যাবেন সালমা রহমান। তিনি বলেন, “আগে টিকিট পাইনি। বয়স্ক মানুষ, বাচ্চা নিয়ে টিকিট ছাড়া যাওয়া সম্ভব না। তাই আগে যাইনি। আজকে টিকিট পেয়েছি। একটু পর বাস ছাড়বে।”
ঢাকা/মামুন/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?
‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।
এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।
আরো পড়ুন:
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।
‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।
‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।
ঢাকা/শান্ত