লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। শুধু এমএলএস নয়, কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচগুলোর সাইডলাইনেও তার উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। 

২০২৩ সালে মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে নিয়োগ দেওয়া হয়। পেশাদার দেহরক্ষী হিসেবে ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তিনি শুধুমাত্র মাঠের বাইরেই দায়িত্ব পালন করতে পারবেন।  

নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক ভিডিও বার্তায় ইয়াসিন চুকো বলেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন দর্শক মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে প্রবেশ করেছে।’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক নেভি সিল সদস্য ইয়াসিন চুকো মনে করেন, মেসির নিরাপত্তা নিশ্চিত করা তার অন্যতম দায়িত্ব। তিনি বলেন,  ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন… আমি এমএলএস এবং কনক্যাকাফ ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’  

তিনি আরও দাবি করেন,  ‘আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া অভিজ্ঞতা অনুযায়ী বলছি, এখানে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি প্রয়োজন।’  

এমএলএস কর্তৃপক্ষের মতে, মাঠের ভেতরে দেহরক্ষীর উপস্থিতি নিয়মের বাইরে। যদিও মেসির মতো তারকার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়, তবে নিয়ম ভঙ্গের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ হরক ষ

এছাড়াও পড়ুন:

মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস

এমএলএস অল-স্টার গেমে না খেলার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞার জেরে গত রোববার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

মেসিবিহীন সেই ম্যাচে সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মায়ামি।
তবে সেদিন খেলতে না পারায় মেসি নাকি বেশ ক্ষুব্ধ ছিলেন।

এমনকি সাংবাদিকদের সামনেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মায়ামি কোচ হাভিয়ার মাচেরানো। তবে সেই মাচেরানোই এবার অন্য কথা বলছেন। এই শাস্তি মেসির জন্য শাপেবর হয়েছে বলে মন্তব্য করেছেন মাচেরানো।

আরও পড়ুননিষেধাজ্ঞায় খেলতে পারেননি মেসি, খেপেছেন কোচ২৭ জুলাই ২০২৫

লিগস কাপে আগামীকাল মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাচেরানো বলেছেন, ‘আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জ্বীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ জিনিসেরও ভালো দিক থাকে। সত্যি কথা বলতে, টানা কয়েকটি ম্যাচ খেলার পর তাকে বাধ্যতামূলক বিশ্রাম দিতে হতো। (শাস্তিটা) যা তার জন্য ভালো হয়েছে। এখন সে নতুন করে লিগস কাপ ও এমএলএসের জন্য প্রস্তুত হতে পারবে।’

সেদিন এভাবেই একসঙ্গে বসে খেলা দেখেন মেসি ও দি পল

সম্পর্কিত নিবন্ধ

  • মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস