কমলাপুরে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
Published: 1st, April 2025 GMT
রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস কাউন্টারের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন শেখকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক আবু সালেহ শাহিন বলেন, ‘‘আজ দুপুরে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থল বিআরটিসি ৬ নাম্বার বাস কাউন্টারের সামনে থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানান। বাসটি জব্দ করা হয়েছে।’’
নিহতের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামে। পিতা মেহের আলী। সবুজবাগ পূর্ব বাসাবোতে বাস করতেন। তিনি পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের নিরাপত্তা কর্মী ছিলেন।
ময়নাতদন্তের জন্য রুহুল আমিনের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
বুলবুল//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে