দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। যেখানে সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। চলুন জেনে নিই আজ কোন চ্যানেলে কী কী নাটক ও টেলিফিল্ম প্রচার হবে।  
বাংলাভিশন
রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: জামাই বউ চোর। এটি রচনা ও পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: ঝুমকা। এটি পরিচালনা করেছেন শহীদ-উন-নবী। এর বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন নিলয় আলমগীর ও হিমি ছাড়াও অনেকে।

এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। কাব্য হাসানের গল্টে চিত্রনাট্য করেছেন তানিন রহমান এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। এটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। এতে অভিনয়ে করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।

রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। আকাইদ রনির রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রিফাত আদনান পাপনের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।

আরটিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। জুয়েল এলিন রচনায় এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। এটি পরিচালনা করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

চ্যানেল আই
বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ। একে অভিনয় করেছেন জোভান আহমেদ, আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।

বৈশাখী টিভি
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। এটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয় করেছেন জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। এটি পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা করেছেন রুহুল আমিন শিশির। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

এটিএন বাংলা
বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। এটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় করেছেন নিলয় ও হিমি। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয় করেছেন জোভান, তটিনী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনন। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। এটি পরিচালনা : সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। এটি পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে অভিনয়ে আছেন খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। এটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। অভিনয় করেছেন সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।

মাছরাঙা টিভি
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। এটি রচনা ও পরিচালনা করেছেন মিফতাহ আনান। এতে অভিনয়ে করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা করেছেন এ কে পরাগ। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা  করেছেন সেলিম রেজা। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ র ব হ ক ন টক কর ছ ন র কর ছ ন ত কর ছ ন স

এছাড়াও পড়ুন:

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে যুবদল কর্মী আলমগীর আলমকে গুলি করে হত্যার ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার যুবক আলমগীর আলমের সহযোগী ছিলেন। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মুহাম্মদ রাজু (২৮)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার মৃত নুর নবীর ছেলে। পুলিশ জানিয়েছে, আলমগীর আলমকে গুলি করার সময় তাঁর পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন মুহাম্মদ রাজু।

গত ২৫ অক্টোবর বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারসংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় আলমকে। এ সময় তাঁর স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন তাঁরা। আলমের বাড়ি পার্শ্ববর্তী ঢালারমুখ এলাকায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কবরস্থানে লুকিয়ে থাকা আটজন অস্ত্রধারী আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন। অস্ত্রধারীরা তাঁকে হত্যার পর রাঙামাটি সড়ক দিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলে পালিয়ে গেছেন। নিহত আলমের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া যায়।

রাউজান থানা-পুলিশ জানায়, আলম নিহত হওয়ার দুই দিন পর তাঁর বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন। মামলার এজাহারে রাজুর নাম নেই। তবে ঘটনার তদন্তে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এর আগে এ মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ রাসেল খান (৩২) ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ার বাসিন্দা ও যুবদল কর্মী মুহাম্মদ হৃদয় (৩০)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যখন অস্ত্রধারীরা আলমগীর আলমকে গুলি করার জন্য কবরস্থানে লুকিয়ে ছিলেন, তখন আলমগীর আলমের পেছনে একটি মোটরসাইকেলে ছিলেন রাজু। তিনি আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত। তবে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্র-মাদকসহ বিভিন্ন মামলায় ১২ বছর কারাগারে ছিলেন আলম। তিনি গত বছরের ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ঢাকার প্রার্থী যারা 
  • ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
  • পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী: মির্জা ফখরুল
  • কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেএ চেয়ারম্যানের
  • বাবাকে না পেয়ে ঘর থেকে বেরিয়ে সড়কে যায় শিশু, মুহূর্তে ট্রাকচাপায় নিহত
  • রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় তাঁর সহযোগী গ্রেপ্তার