এক তরুণীকে দিয়ে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে ফোন করিয়ে প্রতারণার ফাঁদে ফেলেছে একটি অপরাধী চক্র। কৌশলে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যায় চক্রটি। সেখানে একটি কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে আরেক তরুণীর সঙ্গে ছবি তোলা হয় এবং ভিডিও ধারণ করা হয়। সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে তিন কোটি টাকা দাবি করা হয়। একপর্যায়ে স্বজনদের মাধ্যমে ব্যাংক হিসাবে ১৫ লাখ টাকা জমা করিয়ে এবং পরে ২৫ লাখ টাকা দেওয়ার শর্তে ছাড়া পান ওই সরকারি কর্মকর্তা।

ছাড়া পাওয়ার পর অপহৃত হওয়ার ঘটনা ভাটারা থানা পুলিশকে জানান ওই সরকারি কর্মকর্তা। পরে যে তরুণীর ফোনের সূত্র ধরে এতসব ঘটনা, সেই তরুণী ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।

এই মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো.

হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গত ২ মার্চ এক সহযোগীসহ ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা দুজনই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অবশ্য ওই তরুণী ও সহযোগী আইনজীবীর মাধ্যমে আদালতে দাবি করেছেন, তাঁরা নিরাপরাধ। দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেপ্তার হওয়ার কারণে তাঁদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাঁদের জামিন দেওয়া হোক।

আর ভুক্তভোগী কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, পেশাগত কারণে নানা পেশার মানুষ তাঁকে ফোন দেন। কেউ কেউ নিজেকে অসহায় দাবি করে নানা দাবিদাওয়াও জানান। কিন্তু এক তরুণীর ফোনে তাঁর সঙ্গে পরিচয় হওয়ার পরে যেভাবে তাঁকে ধরে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে, সেই ঘটনা ভাবতে গিয়েও আঁতকে ওঠেন।

তরুণীর সঙ্গে থাকা যুবকেরা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে একটি সিএনজি অটোরিকশায় ওঠান। পরে তাঁর হাত–পা বেঁধে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ত র কর সরক র

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ