ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৮০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের পূর্ব দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত দিনমজুর ময়েন উদ্দিন শেখ (৮০) শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিশংকর পুর খাল পাড়ার মৃত চতুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দিনমজুর ময়েন উদ্দিন ও তার স্ত্রী জাহানারা স্থানীয় বিলজানি বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বৃদ্ধ দম্পতি বাজার থেকে ২০০ গজ পূর্বদিকে পৌঁছালে পাশের রাস্তা থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে বৃদ্ধকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ময়েন উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে ময়েন উদ্দিন মারা যান।

এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক ছাব্বির হোসেন (৩০) খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাঈমুল ইসলাম বলেন, মোটসাইকেলচালক ছাব্বির পালিয়ে গেছেন। তবে তার ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ নমজ র ন হত সড়ক দ র ঘটন দ নমজ র

এছাড়াও পড়ুন:

জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান 

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।

আরো পড়ুন:

হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ