ফারুক আহমেদ শাকসাজ পেশায় একজন দরজি। ছোট্ট একটি দোকান রয়েছে তাঁর। বেশ পুরোনো, সত্তরের দশকের মডেলের একটি ক্যাসেট প্লেয়ার আছে তাঁর দোকানে। দোকান খুলে ঝাড়মোছ দিয়ে ক্যাসেটটি চালু করেন ফারুক।

ঘরঘরে আওয়াজ তুলে পুরোনো ক্যাসেট প্লেয়ারটি চালু হয়। বেজে ওঠে গোলাম আহমেদ সোফির ঐশ্বরিক কণ্ঠ। সৃষ্টিকর্তার বন্দনা, পাশাপাশি তাঁর কাছ থেকে বিচ্ছেদের বেদনার সুরে বিমোহিত হন ফারুক। গান শোনেন আর সেলাই করেন। এটাই ফারুকের নিত্যদিনের রুটিন।

এই দৃশ্যপট ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরের। সেখানেই ফারুকের সেলাইয়ের ছোট দোকান। স্থানীয় সুফি গানের দারুণ ভক্ত তিনি। ফারুকের দাদাও সুফিভক্ত ছিলেন। দাদার কাছ থেকে এ গুণ পেয়েছেন তিনি। সেই সত্তরের দশকে ফারুকের দাদা ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন। সুফি গানের ফিতা সংগ্রহ করতেন। ক্যাসেট চালিয়ে পছন্দের সুফি গান শুনতেন।

নিজের দরজির দোকানে ক্যাসেট প্লেয়ারে সুফি গান শুনতে শুনতে সেলাইয়ের কাজ করেন ফারুক আহমাদ শাকসাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ