নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের (৪৫) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে একই ইউনিয়নের হেরাঙ্গির পোল নামক স্থানে ওই হামলার ঘটনা ঘটে।

হামলায় জাকির হোসেন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে এবং হাসপাতালে যায়। তবে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জেলা শহর মাইজদী থেকে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে একই ইউনিয়নের হেরাঙ্গির পোল নামকস্থানে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত লাঠিসোঠা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অতর্কিতে বিএনপি নেতা জাকির হোসেনের ওপর হামলা চালিয়েছে। তবে হামলার কারণ এখনো তিনি জানতে পারেননি। হামলায় জাকির হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশের পৃথক দুটি দলকে পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ