লিভারপুলকে কি তাহলে আর্সেনালই ‘গার্ড অব অনার’ দেবে
Published: 3rd, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ আর্নে স্লটের অভিষেক মৌসুমেই লিভারপুল শিরোপা জিততে চলেছে, তা অনেকটাই নিশ্চিত। এখন আলোচনা হতে পারে শুধু একটি বিষয় নিয়ে—শিরোপা নিশ্চিত হওয়ার পর লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে কোন দল?
দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে অনেক দিন ধরেই ১২ পয়েন্টের ব্যবধান লিভারপুলের। পরশু রাতে ফুলহামকে ২–১ গোলে হারিয়ে ব্যবধানটা ৯–এ নামিয়ে এনেছিল আর্সেনাল। কাল রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ১–০ গোলের জয় আবার লিভারপুলকে ১২ পয়েন্টে এগিয়ে দিয়েছে।
৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩, সমান সংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১। তবে গত রাতের ম্যাচে লিভারপুলকে ঠিক লিভারপুল মনে হয়নি। মোহাম্মদ সালাহ ছিলেন নিজের ছায়া হয়ে। বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেও অলরেডরা পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র তিনটি। একমাত্র গোলটা করেছেন দিয়োগো জোতা ম্যাচের ৫৭ মিনিটে।
ম্যাচের শুরুতেই লিভারপুলের জালে একবার বল পাঠান এভারটন স্ট্রাইকার বেতো। কিন্তু কিঞ্চিৎ ব্যবধানে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩৪ মিনিটে লিভারপুল গোলকিপার কেলভিন কেলেহারকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বেতো, শট নিয়েছেন পোস্ট বরাবর। শেষ পর্যন্ত কষ্টে পাওয়া জয় লিভারপুলকে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে দিয়েছে।
এভারটনকে হারাতে যে অনেক বেগ পেতে হয়েছে, তা এক বাক্যে স্বীকার করেছেন স্লট, ‘অবশ্যই কঠিন লড়াই হয়েছে। এতে অবাক হওয়ার কিছু ছিল না। এভারটন টানা নয় ম্যাচ অপরাজিত ছিল। এই সময়ে তারা খুব কম গোল হজম করেছ, তাদের বিপক্ষে খুব কম সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে।’
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বাজেভাবে ফাউল করেও এভারটনের সেন্টার ব্যাক জেমস তারকোফস্কিকে রেফারির লাল কার্ড না দেখানো। একটা হলুদ কার্ডেই পার পেয়ে গেছেন তারকোফস্কি।
এ ব্যাপারে স্লটের ভাষ্য, ‘এ নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। কারণ, এরই মধ্যে অনেকেই এই বিষয়ে মন্তব্য করেছেন। এমনকি যাঁরা লিভারপুলকে খুব একটা পছন্দ করেন না, তাঁরাও স্পষ্টভাবে বলেছেন, সিদ্ধান্তটি কী হওয়া উচিত ছিল। (রেফারির এই সিদ্ধান্তে) আমি কি অবাক হয়েছিলাম? না।’
প্রিমিয়ার লিগে লিভারপুলের পরবর্তী পাঁচ প্রতিপক্ষ ফুলহাম, ওয়েস্ট হাম, লেস্টার সিটি, টটেনহাম ও চেলসি। এই সময়ে আর্সেনাল লিগে চারটি এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এই মৌসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ায় লিভারপুলের সব মনোযোগ শুধু লিগ নিয়ে। বিপরীতে আর্সেনালেকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হচ্ছে।
লিভারপুল আগামী এক মাস এই সুবিধাই নিতে চাইবে। এই সময়ে আর্সেনাল পয়েন্ট হারালে আর লিভারপুল নিজেদের পাঁচ ম্যাচেই জিতলে লিগ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে স্লটের দল পরের ম্যাচেই প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ পাবে। সেই ম্যাচে লিভারপুলের কার বিপক্ষে খেলবে জানেন? আর্সেনাল! ২০২০ সালে লিভারপুল নিজেদের সর্বশেষ লিগ শিরোপা জয়ের পর আর্সেনালকেই সর্বপ্রথম ‘গার্ড অব অনার’ দিতে হয়েছিল।
গত রাতের অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি ২–০ গোলে লেস্টার সিটিকে, নিউক্যাসল ২–১ গোলে ব্রেন্টফোর্ডকে এবং অ্যাস্টন ভিলা ৩–০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।
এই মুহূর্তে ৫১ পয়েন্ট নিয়ে সিটি চারে আছে। পাঁচে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৫০। ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলার অবস্থান সাতে, ভিলার কাছে হেরে যাওয়া ব্রাইটন ৪৭ পয়েন্ট নিয়ে আছে আটে। আর ছয়ে থাকা চেলসির পয়েন্ট ৪৯। অর্থাৎ, চার থেকে আট থাকার দলগুলোর মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান!
আজ রাতে টটেনহামকে হারাতে পারলেই সিটিকে টপকে শীর্ষ চারে উঠে আসবে চেলসি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’