শুল্ক থেকে মুক্তি চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন: ট্রাম্প
Published: 3rd, April 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বিকেলে বিভিন্ন দেশের ওপর নতুন করে ব্যাপক হারে শুল্কারোপ করেছেন। সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি অনেক দেশের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্কও বসিয়েছেন।
নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এবার সবচেয়ে বড় আকারের শুল্কারোপের ঘোষণা দিলেন ট্রাম্প। নতুন শুল্ক ঘোষণা করার সময় ট্রাম্প বলেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত রাখবে।
চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তার ওপর এবার নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক।
গতকাল হোয়াইট হাউসের বাইরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন।’
গতকালের ঘোষণায় উল্লেখযোগ্যভাবে মেক্সিকো ও কানাডার নাম অনুপস্থিত ছিল। দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে দেশ দুটির ওপর এই শুল্কের প্রভাব পড়বে না। ট্রাম্পের এই শুল্কনীতি বিশ্বের সব দেশের ওপরই কমবেশি প্রভাব ফেলবে। কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এর আগে যদিও এ দুই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিদেশে তৈরি গাড়িও আছে। আজ বৃহস্পতিবার রাত থেকে এ শুল্ক কার্যকর হবে। উদাহরণস্বরূপ, কানাডা গাড়ি ও অটোমোবাইল পণ্যের বড় উৎপাদক, যা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এখন থেকে এসব দেশ থেকে আমদানি করা প্রস্তুত গাড়ি ২৫ শতাংশ শুল্কের মুখে পড়বে।
গুরুত্বপূর্ণ যে কয়েকটি দেশ ও অঞ্চলের ওপর সর্বোচ্চ হারে যে শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ইইউ (২০ শতাংশ), চীন (৩৪ শতাংশ), জাপান (২৪ শতাংশ), ভিয়েতনাম (৪৬ শতাংশ), দক্ষিণ কোরিয়া (২৬ শতাংশ), তাইওয়ান (৩২ শতাংশ), ভারত (২৭ শতাংশ), সুইজারল্যান্ড (৩২ শতাংশ), থাইল্যান্ড (৩৭ শতাংশ) ও মালয়েশিয়া (২৪ শতাংশ)।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//