Samakal:
2025-11-04@05:48:08 GMT

রিয়ালের নজরে স্কালোনি

Published: 3rd, April 2025 GMT

রিয়ালের নজরে স্কালোনি

এই জুলাই পর্যন্তই তাঁর সঙ্গে চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। ক্লাব বিশ্বকাপের পর কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কিনা, তা এখন নিশ্চিত নয়। তবে এরই মধ্যে একটি গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে নাকি কোচ হিসেবে চাইছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। ইউরোপের দলবদলের জনপ্রিয় সাইট ‘ফিসহাজেস’-এর খবর অন্তত এমনই। 

হ্যাঁ, এটি জেনেই যে স্কালোনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করবেন। তাঁর সেই দায়িত্ব শেষেই নাকি স্কালোনিকে চাইছে রিয়াল মাদ্রিদ। হয়তো মাঝের এই একটি মৌসুম আনচেলত্তির সঙ্গেই চুক্তি নবায়ন করতে পারে। নয়তো রিয়ালের ঘরের ছেলে হিসেবে পরিচিত জাভি আলানসোর সঙ্গেও চুক্তি করতে পারে। কিন্তু ভবিষ্যতে স্কালোনিকেই চাই রিয়ালের।

কেন স্কালোনিকে পছন্দ রিয়ালের? তাঁর কিছু যুক্তিও তুলে ধরেছে ওই ওয়েব পোর্টালে। কোচিং কৌশলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এ ছাড়া হাইপ্রোফাইল দলকে ম্যানেজ করার ব্যাপারেও সক্ষমতার পরিচয় দিয়েছেন। সেই সঙ্গে ড্রেসিংরুমে তারকা সামলানোর মতো ব্যাপারও তিনি ঠান্ডা মাথায় করতে পারেন। স্কালোনির এসব গুণের কারণেই নাকি রিয়াল মাদ্রিদের পরিচালনা বোর্ডের অনেকে বছর ছেচল্লিশের এই কোচকে নজরে রেখেছেন। তা ছাড়া গত বিশ্বকাপের পরপর স্কালোনিও ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দলের কোচিং ছেড়ে ইউরোপিয়ান কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিয়ে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। 

এর ওপর আনচেলত্তির সঙ্গেও তিন দফা চুক্তি করার পর তাঁকে ঘিরেও আগ্রহ কমেছে রিয়াল মাদ্রিদের। বছর পঁয়ষট্টির এই ইতালিয়ান কোচ আবার স্প্যানিশ আদালতে কর ফাঁকির অভিযোগ নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়েছেন। গতকালই তাঁকে মাদ্রিদের প্রাদেশিক আদালতে গিয়ে ৪০ মিনিটের শুনানিতে হাজিরা দিতে হয়েছে। স্পেনের কর কার্যালয় তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে। বছর দশেক আগে তিনি যখন মাদ্রিদের কোচ ছিলেন, তখন ইমেজ স্বত্ব হিসেবে ১০ লাখ ইউরোর বেশি আয়ের ওপর কর ফাঁকি দিয়েছিলেন। 

২০১৪-১৫ সালে ট্যাক্স রিটার্নে শুধু ক্লাবের বেতনের কথাই উল্লেখ করেছিলেন; চেপে গিয়েছিলেন ইমেজ স্বত্ব থেকে আয়ের কথা। সে কারণে গত মার্চে স্প্যানিশ আদালত তাঁকে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানা করেন। যদিও গতকাল আদালতে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে নেন আনচেলত্তি। ‘আমি ভেবেছিলাম, এটি স্বাভাবিক। কারণ, সে সময় সব খেলোয়াড় ও কোচ একই কাজ করেছিলেন।’ 

অতীতে মেসি-রোনালদোর মতো তারকার বিরুদ্ধেও এমন অভিযোগ এনেছিল স্প্যানিশ কর বিভাগ। যদিও তারা আদালতের বাইরে জরিমানা দিয়ে তা মিটিয়ে নিয়েছিলেন। তবে আনচেলত্তির এই আদালতে জড়িয়ে পড়ার ব্যাপারটি আর টেনে নিতে চাইছে না রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তাই আগামী মৌসুমের জন্য নতুন কোচিং স্টাফ খুঁজছে তারা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

গাজীপুরের ছয়টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থী হলেন যারা

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে। 

আরো পড়ুন:

বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা-২০ আসনে, অপেক্ষায় ৪ নেতা

চাঁপাইনবাবগঞ্জে অভিজ্ঞদের ওপর আস্থা রাখল বিএনপি

গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া, শরিক দলের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে।”

এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে আনুষ্ঠানিক তফসিল।

এদিকে প্রার্থী ঘোষণার খবর পেয়ে গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তবে গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন তানিয়া দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ