বিশাল মহাকাশজুড়ে নানা ধরনের মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। কিছু ঘটনা স্বাভাবিক, প্রায় সব সময় দেখা যায়। আবার কিছু ঘটনা অনেক বছর পরপর দেখা যায়। কখনো আবার ঘটনাগুলো কয়েক শতকের মধ্যে একবারই চোখে পড়ে। এমনই এক মহাজাগতিক ঘটনা ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশে নতুন তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করেছে টেলিস্কোপটি।

নতুন তারাটির নাম হারবিগ–হারো ৪৯/৫০। মহাকাশের দূরতম প্রান্তে থাকা নতুন তারাটি থেকে গ্যাস ও বাতাসের জেট নির্গত হওয়ার ছবি ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। তারা গঠনের এই ছবি থেকে মহাকাশের অন্য তারাগুলোর গঠন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় সম্পর্কে জানা যাবে। ছবিগুলো কাজে লাগিয়ে মহাকাশের প্রাথমিক পর্যায় সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

জেমস ওয়েব টেলিস্কোপের ছবিতে দেখা গেছে, লাল–কমলা কাঠামোর তারাটি থেকে নির্গত জেটের শক ওয়েভের সঙ্গে চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণার সংঘর্ষ ঘটছে। শুধু তা–ই নয়, শক ওয়েভ থেকে একটি বক্র কাঠামোও তৈরি হয়েছে, যা দ্রুত চলমান জেট ও তারার মধ্যে জটিল মিথস্ক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ করে দিয়েছে।

হারবিগ–হারো ৪৯/৫০ তারা গঠনের ছবি থেকে বিজ্ঞানীরা বর্তমানে নক্ষত্রের প্রাথমিক পর্যায় সম্পর্কে জানার চেষ্টা করছেন। আমাদের সূর্য কীভাবে বিকশিত হয়েছে, সে সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

সূত্র: ডেইলি গ্যালাক্সি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নত ন ত গঠন র

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই