মির্জাপুরে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ছানোয়ার ৫ দিনের রিমান্ডে
Published: 3rd, April 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে কলেজছাত্র ইমন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে তাঁকে মির্জাপুর থানায় আনা হয়। ছানোয়ার হোসেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। বহিরাগত দুষ্কৃতকারীর একটি দল হাইওয়ে থানায় হামলা করে। এ সময় গুলিতে গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন আহত হন। পরে ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি মো.
১৭ মার্চ টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুনের আদালতে ছানোয়ার হোসেনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে বুধবার বিকেলে ছানোয়ার হোসেনকে মির্জাপুর থানায় আনা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে