পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কুমিল্লার বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। কোটবাড়ী এলাকায় অবস্থিত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহারে ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বাভাবিক সময়ে দর্শনার্থীর সংখ্যা ৫০০ থেকে ২ হাজারের মতো থাকলেও ঈদের ছুটিতে এই সংখ্যা ৮ থেকে ১২ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

একই অবস্থা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বিনোদনকেন্দ্রগুলোতেও। বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে শালবন বিহারের পাশাপাশি কুমিল্লায় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় বিনোদনকেন্দ্র ম্যাজিক প্যারাডাইস পার্কেও দর্শনার্থীদের ঢল দেখা গেছে। কুমিল্লা নগরের নগর উদ্যান পার্ক বিনা খরচে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঈদের দিন থেকে সেখানে যে পা ফেলার জায়গাও নেই মানুষের ভিড়ে।

কুমিল্লার পর্যটন সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবারের ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে বিনোদনকেন্দ্রগুলো। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করছেন।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের কোলাহলে মুখর হয়ে উঠেছে শালবন বিহার এলাকা। দর্শনার্থীদের কেউ ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখছেন, আবার কেউ ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেক সমবয়সীরা একত্র হয়ে আড্ডায় মেতে উঠছেন। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে ঈদের আনন্দের জোয়ারে ভাসতে দেখা গেছে সবাইকে।

ওয়াটার পার্কে আনন্দে মেতেছে নানা বয়সী মানুষ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্কে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দনক ন দ র শ লবন ব হ র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ