চট্টগ্রামে সড়কের সেই অংশে লাল পতাকা স্থাপন
Published: 3rd, April 2025 GMT
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি জাঙ্গালিয়া নামক দুর্ঘটনা প্রবণ এলাকায় লাল পতাকা সতর্ক সংকেত টানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৩ এপ্রিল) জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের মৃত্যুর পর এ বিশেষ সতর্কতা জারি করেছে বিআরটিএ। ঈদের দিন (৩১ এপ্রিল) থেকে বুধবার (২ এপ্রিল) পর্যন্ত তিন দিনে ওই এলাকায় সড়ক দূর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় গত কয়েক দিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বুধবার (২ এপ্রিল) সকালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সড়কের ওই এলাকা ঝুঁকিপূর্ণ ও দূর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করতে চট্টগ্রাম বিআরটিএ’র পক্ষ থেকে ‘লাল পতাকা‘ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বুধবার রাতে ওই এলাকায় বিআরটিএর’র কর্মীরা সড়কের পাশে লাল পতাকা স্থাপন করেছে। এ ছাড়া ওই এলাকা দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনের গতি কমিয়ে আনতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাঙ্গালিয়ার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে সড়কের উভয় দিকে এক কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে।
আরো পড়ুন:
মোটরসাইকেলে এক পরিবার, যশোরে বাসের ধাক্কায় শেষ তিনজন
বেপরোয়া গতির ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, ৪ যুবক নিহত
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন দ র ঘটন ব আরট এ সড়ক র
এছাড়াও পড়ুন:
বকশিশের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা: সহকর্মীর যাবজ্জীবন
বকশিশের ১০০ টাকা না পেয়ে কাজী মারুফ নামে এক তরুণকে হত্যার ঘটনায় তার সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গোলাম রাব্বী (২২)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিশের ১০০ টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে গোলাম রাব্বী নামের এক তরুণ তার সহকর্মী কাজী মারুফে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেওয়া পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে একমাত্র আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।