বিসমটেকে এক টেবিলে খলিল-দোভাল আলাপচারিতা
Published: 3rd, April 2025 GMT
থাইল্যান্ডের ব্যাংককে চলমান বিসমটেকের আনুষ্ঠানিক নৈশভোজে একই টেবিলে দেখা যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে।  
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম খলিলুর রহমান ও অজিত দোভালের মধ্যে আলাপচারিতা কয়েকটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। 
 শফিকুল আলম লিখেছেন, “তারা পরস্পরের সঙ্গে ভাবনা ভাগাভাগি করছেন।” 
বাংলাদেশর কূটনীতিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। আর ভারতের জাতীয় নিরাপত্তা ও জরুরি সংকট মোকাবিলায় মোদির বিশ্বস্ত শীর্ষ কর্মকর্তা হিসেবে দেখা যায় অজিত দোভালকে। নিজ নিজ নেতার সফরসঙ্গী বিসমটেক সম্মেলনে অংশ নিয়েছেন তারা।
আরো পড়ুন:
পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত
কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতজুড়ে ঈদ উদযাপন
বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক শীলতার মধ্যে খলিল-দোভালের একই টেবিলে উপস্থিতি নতুন বার্তাই দিচ্ছে। শুক্রবার বিমসটেক সম্মেলনে পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে মুখোমুখি হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।
“বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে,” বলেন শফিকুল আলম।
ঢাকা/হাসান/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা