যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করলে মিলবে শুল্ক মুক্তি : ট্রাম্প
Published: 4th, April 2025 GMT
গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বদলেছে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির ধরন। তবে ১৯৮০ দশক থেকে তিনি একটি বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। তাঁর বিশ্বাস, মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার একটি কার্যকর হাতিয়ার হলো শুল্ক। সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করতে তিনি এখন নিজের প্রেসিডেন্সিকে বাজি রেখেছেন। তিনি বলেছেন, শুল্ক থেকে মুক্তি পেতে চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন।
বুধবার ট্রাম্প বিশ্বের প্রায় ১০০টি দেশের ওপর নতুন করে শুল্কারোপ করেছেন। নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এবার সবচেয়ে বড় আকারের শুল্কারোপের ঘোষণা দিলেন ট্রাম্প। হাতেগোনা অনুগত কয়েকটি রাষ্ট্রের ওপর বেসলাইন শুল্কারোপ করে বিশেষ সুবিধা দিয়েছেন। চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইউরোপের কয়েকটি রাষ্ট্রের ওপর বড় অঙ্কের শুল্কারোপ করেছেন।
নতুন শুল্ক ঘোষণা করার সময় হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বলেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত রাখবে। যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন। চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তার ওপর এবার নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক।
গত বুধবারের ঘোষণায় উল্লেখযোগ্যভাবে মেক্সিকো ও কানাডার নাম অনুপস্থিত ছিল। দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। তার অর্থ এই নয়, দেশ দুটির ওপর এই শুল্কের প্রভাব পড়বে না। ট্রাম্পের এই শুল্কনীতি বিশ্বের সব দেশের ওপরই কমবেশি প্রভাব ফেলবে। কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ শুল্ক কার্যকর হবে। খবর রয়টার্সের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল ক আর প শ ল ক র প কর র ওপর
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন