ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণের প্রবেশ সীমিত করেছে মিয়ানমারের স
Published: 4th, April 2025 GMT
মিয়ানমারের সেনাবাহিনী ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা সীমিত করছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে, বিশেষ করে যেসব এলাকায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, সেসব এলাকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিমান ও ড্রোন, কামান এবং প্যারামোটর দিয়ে হামলাসহ কমপক্ষে ৫৩টি হামলা চালানোর প্রতিবেদন পেয়েছে।
তিনি আরো বলেন, “২ এপ্রিল থেকে কার্যকর হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সেনাবাহিনীর কমপক্ষে ১৪টি হামলার খবর পাওয়া গেছে।”
শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এ ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ১০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে বহু দেশ মিয়ানমারে ত্রাণ পাঠাতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংঘাতের কারণে ঠিকমতো ত্রাণ পৌঁছাতে পারছে না। বুধবার চীনা রেডক্রস জানিয়েছিল, মঙ্গলবার রাতে তাদের ত্রাণবাহী ট্রাকের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল মিয়ানমারের সেনারা।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ত এল ক
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে