ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণের প্রবেশ সীমিত করেছে মিয়ানমারের স
Published: 4th, April 2025 GMT
মিয়ানমারের সেনাবাহিনী ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে মানবিক সহায়তা সীমিত করছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে, বিশেষ করে যেসব এলাকায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, সেসব এলাকায় বিপর্যয়কর মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে।
তিনি বলেন, জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বিমান ও ড্রোন, কামান এবং প্যারামোটর দিয়ে হামলাসহ কমপক্ষে ৫৩টি হামলা চালানোর প্রতিবেদন পেয়েছে।
তিনি আরো বলেন, “২ এপ্রিল থেকে কার্যকর হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে সেনাবাহিনীর কমপক্ষে ১৪টি হামলার খবর পাওয়া গেছে।”
শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এ ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ১০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে বহু দেশ মিয়ানমারে ত্রাণ পাঠাতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংঘাতের কারণে ঠিকমতো ত্রাণ পৌঁছাতে পারছে না। বুধবার চীনা রেডক্রস জানিয়েছিল, মঙ্গলবার রাতে তাদের ত্রাণবাহী ট্রাকের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল মিয়ানমারের সেনারা।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ত এল ক
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।