মানিকগঞ্জে এয়ার কন্ডিশনার (এসি) কার্টন থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য চিত্ত রঞ্জন সরকার জানান, স্থানীয়রা শুক্রবার সকালে মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকার বাঁশঝাড়ে একটি এসির কার্টন দেখতে পায়। পরে গ্রাম পুলিশ হোসেন আলীকে দিয়ে বাঁশঝাড় থেকে ওই কার্টন উদ্ধার করে সড়কের পাশে রাখা হয়। তবে কার্টন থেকে পচা দুর্গন্ধ ও রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টনটি খুলে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করে। 

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.

সালাউদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।  

সদর থানার ওসি এস এম আমানউল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের আঁধারে অজ্ঞাত ওই নারীর মরদেহ কার্টনে ভরে বাঁশঝাড়ে ফেলে গেছে জড়িতরা। পুলিশ নিহতের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ন কগঞ জ ক র টন মরদ হ

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ