চট্টগ্রামের সাতকানিয়ায় ৫৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ছাড়া ৩৫ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী আরেক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ দুটি ঘটনায় পৃথকভাবে সাতকানিয়া থানায় মামলা হয়। দুটি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আবদুর রশিদের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার সফর মুল্লুকের ছেলে মো.

আজিজ (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে মো. দেলোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। ‌ওই নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে মো. দেলোয়ার হোসেন পালিয়ে যান। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আবারও মানসিক প্রতিবন্ধী ওই নারীর ঘরে ঢুকে পড়েন দেলোয়ার। এ সময় ওই নারী তাঁকে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দেলোয়ার হোসেনকে আটক করে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করেন। ধর্ষণের অভিযোগে স্থানীয় চৌকিদার বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এদিকে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাক্‌প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আজিজের বিরুদ্ধে। মামলার এজাহারে বলা হয়, বাক্‌প্রতিবন্ধী ওই নারীর বসতঘরে ঢুকে তাঁকে ধর্ষণচেষ্টা করেন আজিজ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস বৈঠকে সমাধানের চেষ্টা চলে। কিন্তু সেই সালিস বৈঠকের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গতকাল রাতে নিজ বাড়ি থেকে মো. আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি পৃথকভাবে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ এবং বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। তাঁদের দুজনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র র কর ছ ন

এছাড়াও পড়ুন:

২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস

দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ