আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১  গোলে হারের পর দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। সেলেসাওদের পরবর্তী ম্যাচ জুনের প্রথম সপ্তাহে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচের আগে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে সিবিএফ।

শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ কনফেডারেশনের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কায়তানো ও টেকনিক্যাল সমন্বয়ক হুয়ানের সঙ্গে বৈঠক করেছেন। সভা শেষে কায়তানো সংবাদ মাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ও টেকনিক্যাল সমন্বয়কের সঙ্গে আমরা বৈঠক করেছি। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আমরা নতুন কোচ নিয়োগ দেব।’

জুনের আগে অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে নাকি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় নিয়ে স্থায়ী কোচ নিয়োগ পাবে তা পরিষ্কার করা হয়নি। সিবিএফের কোচের তালিকায় যে নাম আছে তাদের বর্তমান চাকরির অবস্থা বিশ্লেষণ করলে দেখা যাবে, অন্তবর্তীকালীন কোচ নিয়োগের পথেই হাঁটতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের কোচের তালিকায় নাম আছে চারজনের। তারা হলেন- কার্লো আনচেলত্তি, হোর্হে জেসুস, আবেল ফেরেইরা ও হোসে মরিনহো। এর মধ্যে জেসুস, ফেরেইরা ও মরিনহো পর্তুগিজ কোচ। আনচেলত্তি ইতালিয়ান।

ব্রাজিল কনফেডারেশন এখনো মনে করছে, আনচেলত্তিকে কোচ করতে পারা হবে স্বপ্নের প্রজেক্ট। তবে তাকে পাওয়াই এখন পর্যন্ত সবচেয়ে জটিল প্রক্রিয়া মনে করা হচ্ছে। জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপের পরে ছাড়া তাকে পাওয়ার কোন সম্ভাবনাই দেখছে না ব্রাজিল।

ব্রাজিলের কোচ হিসেবে হোর্হে জেসুসকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে। আল হিলালের জেসুসের সামনেও আছে জুনের ক্লাব বিশ্বকাপ। আবার আবেল ফেরেইরার পালমেইরাসও ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। তবে ২৬ মে লিগ মৌসুম শেষে তাকে পাওয়া যেতে পারে। একই শর্তে আবেল ফেরেইরাকে পাওয়া যেতে পারে জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে।

ব্রাজিলের কোচের সংক্ষিপ্ত তালিকায় সবার পরে যুক্ত হয়েছে হোসে মরিনহোর নাম। তিনি বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবেচের ডাগ আউটে আছেন। তাকে কোচ করা হলে ১ জুনের পর পাওয়ার সম্ভাবনা বেশি। তুরস্কের লিগে আচরণজনিত কারণে সমালোচনার শিকার হওয়া মরিনহোকে শক্তিশালী প্রার্থীই মনে করা হচ্ছে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের মতে, এটা এক প্রকার নিশ্চিত যে সেলেসাওদের ডাগ আউটে একজন বিদেশি কোচই আসছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ব শ বক প স ব এফ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ