পদ্মায় বেড়াতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
Published: 5th, April 2025 GMT
পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রী নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই এলাকায় নৌকাডুবির ঘটনায় তাঁরা নিখোঁজ হন।
নিহত ব্যক্তিরা হলেন জেলা সদরের কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৪) ও তাঁর স্ত্রী মাসুদা মেহজাবিন (২০)।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রী উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে তাঁরা ২০ থেকে ২৫ জনের সঙ্গে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় পদ্মায় ভ্রমণে যান। নৌকাটি নদীর মাঝখানে গেলে প্রবল স্রোতে হঠাৎই ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নৌকায় থাকা অন্যরা উদ্ধার হন। তবে স্বামী-স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে সুজানগর নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে তাঁদের খুঁজতে শুরু করেন। রাতে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। সকালে তাঁরা স্থানীয় জেলেদের সহযোগিতায় আবার খোঁজ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
সুজানগর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রথমে নিজেরা ও পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। কিন্তু নদীতে স্রোত থাকায় রাতে নিখোঁজ স্বামী-স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে আবার খোঁজ শুরু করলে ১০টার দিকে তাঁদের লাশ মেলে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন