হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। ঠিক কবে মাঠে ফিরবেন, তা এখনো অনিশ্চিত। তবে এ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আর মাঠে নামা হচ্ছে না তার। ঈদের বিরতির পর আগামীকাল মাঠে গড়াচ্ছে ডিপিএলের খেলা। তামিমের অনুপস্থিতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব নেতৃত্ব তুলে দিয়েছে তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়ের হাতে।

তামিমের জায়গায় এমন তারকাবহুল একটি দলের দায়িত্ব পাওয়া সহজ নয়। তবে সেই চ্যালেঞ্জকে চাপ নয়, বরং উপভোগ্য করে তুলতে চান হৃদয়। শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তো সব জায়গাতেই আছে। আমি চেষ্টা করব দায়িত্বটা উপভোগ করতে, আর যতটা সম্ভব দলের জন্য অবদান রাখতে।’

দলে অনেক জাতীয় দলের ক্রিকেটার থাকায় সামনে জিম্বাবুয়ে সিরিজে মোহামেডান কিছু খেলোয়াড় হারাবে। তবে এটাকে দলের তরুণদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন নতুন অধিনায়ক, ‘এই ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের যে সুযোগ আছে, সেটার সেরা ব্যবহার করাটাই মূল লক্ষ্য। শুরু থেকেই আমাদের দল বড় বাজেটের। এখনো দলে ভালো ব্যাকআপ খেলোয়াড় আছে। তাদের জন্য এটা দারুণ সুযোগ। ওরাও তো ক্রিকেটার, তাদেরও নিজেকে প্রমাণ করার দরকার।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ