অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাপাসিয়ার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে শুরু হয় নাটকটি। মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয় নাটকটির মঞ্চায়ন।
এ নাটকে অংশ নেন নরসিংদীর ভেলানগর এলাকার দিপ্তি নাট্য সংস্থা নামক একটি যাত্রা দলের ১৭ জন অভিনয় শিল্পী ও স্থানীয় চারজন অভিনেতা। নাটক পরিবেশনকালে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্‌নীম, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, কাপাসিয়ার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক।
আয়োজক শামসুল হক জানান, তিনি ৩০ হাজার টাকা চুক্তিতে ‘আপন-দুলাল’ নাটকটি মঞ্চায়নের জন্য নরসিংদীর ভেলানগরের দিপ্তি নাট্য সংস্থা নামক যাত্রা দলকে ভাড়া করেন। তাছাড়া সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনসহ ৫০ হাজার টাকা খরচ হয়। গ্রামবাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘আপন দুলাল’ গীতি নাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঈদ পরবর্তী সময়ে বিনোদন দিতে পেরে আনন্দ অনুভব করছেন তিনি।
দিপ্তি নাট্য সংস্থার স্বত্বাধিকারী মো.

হাসান জানান, তাঁর দলের পেশাদার সাতজন নারী ও পাঁচজন পুরুষ শিল্পীসহ ১৭ জন অভিনয় শিল্পীকে নিয়ে নাটকটি মঞ্চস্থ করেন। তাছাড়া স্থানীয় চারজন অভিনেতা কিছু কিছু খণ্ডচিত্রে অভিনয় করেছেন। আয়োজক ও দর্শকের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন,  তিনি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাটকসহ যে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা সব সময়ই করে থাকেন। এ নাটক পরিবেশন নিয়ে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের যারা বিভ্রান্ত করেছেন এবং স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীর সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটকটি মঞ্চায়নের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। খুবই শান্তিপূর্ণ পরিবেশে নাটকটি মঞ্চস্থ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই মাঠে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তা বাতিল করা হয়। পরে বিষয়টি নিয়ে শুক্রবার পুলিশ, স্থানীয় মুসল্লিদের সঙ্গে আলোচনা হয়। পরে নাটকটি শনিবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টক আপন দ ল ল ন টকট

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ