পঞ্চগড়ের দেবীগঞ্জে কসমেটিকসের দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই কসমেটিকসের দোকানে কাজ করা কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।  

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ব্যাগ কিনতে কসমেটিকসের দোকানে যান ওই কিশোরী। পরে দোকানের কর্মচারী কম দামে ব্যাগ দেওয়ার কথা বলে তাকে পাশ্ববর্তী স্কুলের গলিতে নিয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করে ওই কিশোরকে পুলিশে দেয়। 

এ ঘটনায় শনিবার রাতে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ