ব্রিটিশ ২ এমপিকে প্রবেশ করতে দেওয়া হয়নি ইসরায়েলে
Published: 6th, April 2025 GMT
ব্রিটেনের লেবার পার্টির দুই এমপিকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদেরকে বিমানবন্দরে সাময়িক সময় আটকে রাখার পর ব্রিটেনে ফেরত পাঠানো হয়েছে। রবিবার আল-জাজিরা ও বিবিসি এ তথ্য জানিয়েছে।
দুই এমপি জানিয়েছেন, পশ্চিম তীরে ভ্রমণের সময় ইসরায়েলে প্রবেশের অনুমতি না দেওয়ায় তারা ‘বিস্মিত।’
আবতিসাম মোহাম্মদ এবং ইউয়ান ইয়াং জানিয়েছেন, এমপিদের ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি সরাসরি প্রত্যক্ষ করাটা গুরুত্বপূর্ণ ছিল।”
ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার’ সম্ভাব্য উদ্দেশ্যে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করে এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন।
শনিবার বিকেলে দুই সহকারীর সাথে লন্ডন লুটন বিমানবন্দর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেন আর্লি ও উডলির এমপি ইয়াং এবং শেফিল্ড সেন্ট্রালের এমপি মোহাম্মদ।
ইসরায়েলি অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল চার যাত্রীকেই প্রবেশে বাধা দিয়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দলটি একটি সংসদীয় প্রতিনিধি দলের অংশ ছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রব শ ইসর য
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত