সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার  আয়োজন  করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এসব আয়োজনের মধ্যে নাটক টেলিছবির আধিক্যই বেশী। আজ ঈদ আয়েজনের শেষ দিনে ৯ টি বেসরকালী টেলিভিশন চ্যানেলে ৩২ টি নাটক ও ২টি টেলিছবি প্রচার হবে। 

এটিএন বাংলায় আজ রাতে প্রচার হবে নাটক নাটক ‘সমস্যা কী?’,‘স্মার্ট গার্ল’,‘ভালোবাসার কাছে ফেরা’,‘মেঘের বৃষ্টি’, ও ‘গরিবের বন্ধু’। চ্যানেল আইয়ে প্রচার হবে
 নাটক ‘জালিয়াত’,ও ‘বলো ভালোবাসি’।

এনটিভিতে থাকছে নাটক ‘রূপবানের প্রেম’,‘প্রেম আমার’,‘প্রণয় ফাল্গুনে’, ও ‘সন্ধ্যায় সমাধান’,আরটিটিতে প্রচার হবে নাটক ‘দুই জীবন’,‘ কাছাকাছি পাশাপাশি’,‘এক্সকিউজ মি প্লিজ’,‘হেলিকপ্টার’,ও ‘মোবাইল মফিজ।  

বাংলাভিশনে প্রচার হবে টেলিছবি ‘তাসের ঘর’,  নাটক ‘ছেলেটা পাগল পাগল’,‘টিম আফ্রিকা’,‘মানি মাচের্ন্ট’,‘চার কুতুব’,‘বালক বালিকা’,‘হিটার’’, ও ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’,।  বৈশাখী টিভিতে থাকছে নাটক ‘ব্ল্যাক মানি’ ,‘মানি লোকের মান’,‘শাশুড়ির বিয়ে’‘লন্ডনী জামাই’,‘অকর্মা’,‘ট্রাক ড্রাইভার’,‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’,ও ‘ভাগ্যবিবি’। মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক ‘বিয়ের জ্বালা’,‘অভ্যাস’,‘মধুমালা’, ‘ব্রেকিং নিউজ’ ও টেলিছবি ‘লাভ ইউ টিচার’।

নাগরিক টিভিতে রয়েছে নাটক ‘গুজবে কান দেবেন না’। দুরন্ত টিভিতে থাকছে নাটক ‘হৈ হৈ হল্লা’। 
##### 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ