ম্যানচেস্টার ইউনাইটেড ০–০ ম্যানচেস্টার সিটি
স্বপ্নের রঙ্গমঞ্চ ওল্ড ট্রাফোর্ডে আগ্রহ, উত্তাপ, উত্তেজনার কমতি ছিল না। আক্রমণ–পাল্টা আক্রমণে মাঠের লড়াইও বেশ জমে উঠল। কিন্তু যে মুহূর্ত দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকেন; সেই মুহূর্তটাই যদি না আসে, তাহলে সবকিছু পানসে হয়।
ম্যানচেস্টার ডার্বিও তাই পানসে বা ম্যাড়ম্যাড়ে লাগা স্বাভাবিক। দুই দলের কেউ যে গোল করতে পারল না। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের মহারণে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।
দুই দলের লড়াই সর্বশেষ গোলশূন্য ড্র হয়েছিল ৫ বছর আর ১২ ম্যাচ আগে। ২০২০ সালের করোনাকালীন সময়ে সেই ম্যাচটি হয়েছিল রুদ্ধদ্বার ওল্ড ট্রাফোর্ডে। সেই ম্যাচে সিটি কোচ পেপ গার্দিওলার বিপরীত ডাগআউটে ইউনাইটেড কোচ হিসেবে দাঁড়িয়েছিলেন উলে গুনার সুলশার।
প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে দুই দল। তবে ইউনাইটেডের জন্য লড়াইটা মর্যাদার হলেও সিটির জন্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষ চারে ফেরার।
সন্ধ্যার ম্যাচে চেলসি ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করায় ম্যানচেস্টার ডার্বি জিতলেই শীর্ষ চারে উঠে আসত সিটি। কিন্তু ইউনাইটেডকে হারাতে না পারায় গার্দিওলার দল পাঁচেই রয়ে গেল। মৌসুম শেষে সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনাকেও শেষ ম্যানচেস্টার ডার্বিতে অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো। আর রুবেন আমোরিম এই মৌসুমে গার্দিওলার বিপক্ষে তিন ম্যাচেই অপরাজিত রইলেন। দুবার ইউনাইটেড কোচ হিসেবে, একবার স্পোর্তিং লিসবনের কোচ হিসেবে।
৩১ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৫২। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব