বাবার বাড়ি থেকে ৬ বছরের ছেলেকে নিয়ে ফিরছিলেন অন্তঃসত্ত্বা রিপা খাতুন (২৬)। কিন্তু নিজের বাড়িতে ফেরা হলো না। পথে তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় গাড়ি। এতে অনাগত সন্তানসহ রিপা ও তার ছেলে শেখ সোয়াদ নিহত হন। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপা শৈলকুপার সিতলিডাঙ্গা গ্রামের সোহেল শেখের স্ত্রী। 

নিহতের স্বজনরা জানান, রোববার ঝিনাইদহ শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখান রিপা। পরে ছেলেকে নিয়ে তিনি শৈলকুপার ভাটই বাজার এলাকায় বাবার বাড়িতে যান। আজ অটোরিকশায় ছেলেকে নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন রিপা। পথে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় বাস বা ট্রাক। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ছেলে সোয়াদের মৃত্যু হয়। 

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা.

ফারজানা ইয়াসমিন বলেন, রিপাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শিশু সোয়াদ চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, অটোরিকশাচালক পালিয়ে গেছেন। অটোরিকশাকে ধাক্কা দেওয়া গাড়িটি বাস নাকি ট্রাক তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ঝ ন ইদহ ন হত সড়ক দ র ঘটন ঝ ন ইদহ অবস থ য়

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ