যোগ্য নেতৃত্ব সংগঠন সমাজকে এগিয়ে নেয়
Published: 7th, April 2025 GMT
সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে কুসংস্কার ও সামাজিক অনাচারকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব হয়। যোগ্য নেতৃত্ব সংগঠন সমাজকে এগিয়ে নেয় আগামীর পথে। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠন। তাই সংগঠন চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্ব একটি শিল্প। সমাজের উন্নয়নের জন্য সামাজিক নেতৃত্ব প্রয়োজন। সমাজে যৌতুকপ্রথা, বাল্যবিয়ে ও যৌন হয়রানির মতো কিছু সমস্যা রয়ে গেছে। এসবের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। সমকাল বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ প্রকাশের পাশাপাশি ভালো কাজের সঙ্গেও যুক্ত। সমকালের প্রকাশক আবুল কালাম আজাদের সঙ্গে রাজবাড়ী সুহৃদ সমাবেশের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
২ এপ্রিল সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ীর সুহৃদরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আবুল কালাম আজাদ সুহৃদদের উদ্দেশে বলেন, রাজবাড়ীর সুহৃদ সমাবেশের কর্মকাণ্ড প্রশংসনীয়। রাজবাড়ীর সুহৃদরা এভাবেই আরও সমৃদ্ধ হবেন।
রাজবাড়ী সুহৃদ উপদেষ্টা ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে গড়া রাজবাড়ী সুহৃদ সমাবেশে রয়েছে একদল উদ্যমী তরুণ, যারা সৃজনশীল কাজ করতে পছন্দ করে। সবার সহযোগিতা পেলে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে।
উপদেষ্টা মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, সমাজকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কোনো কাজ করাই আমাদের লক্ষ্য। সমাজে পিছিয়ে পড়া মানুষকে সাহায্যের হাত বাড়ানোর জন্য সুহৃদরা সব সময় সচেষ্ট।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শহিদুল আলম খান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক কামাল হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ জিন্নাহ, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, নেহাল আহমেদ, নাসির খান, সাধারণ সম্পাদক রবিউল রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক তানজিনা তাজিন, কার্যকরী সদস্য শামীম আল হাসান, শাহাদত হোসেন, শাহনাজ সান্ত্বনা, জুবায়ের জুয়েল প্রমুখ।
সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুহৃদ সমন্বয়ক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। v
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল