একটা সময় ছিল যখন বড় ভাই নাঈম উদ্দিন খেলা শেষ করে বাসায় ফেরার পর ছোট ভাই আবেদ উদ্দিন স্টিকটা নিয়ে জানতে চাইতেন কীভাবে গোল করতে হয়, কীভাবে প্রতিপক্ষের কাছ থেকে বল দখলে নিতে হয়। বেশির ভাগ সময় ছোট ভাইকে হকি নিয়ে ধারণা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন নাঈমও। তবে মাঝেমধ্যে বিরক্ত হয়ে বলতেন, ‘তুই এত কিছু বুঝতে চাস কেন! সময় হলেই সব বুঝবি।’
এবার বোধ হয় সেই সময়টাই হয়েছে আবেদের। গত পরশু এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আর এই দল এক করেছে দুই সহোদর নাঈম আর আবেদকে। নাঈমের সঙ্গে এবার আবেদও প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে।
আরও পড়ুনপ্রথমবার হকির জাতীয় দলে আবেদ-ওবায়দুল০৬ এপ্রিল ২০২৫নাঈম-আবেদদের পুরো পরিবারই হকি পরিবার। মোহামেডানের পাঁড় ভক্ত বাবা মোহাম্মদ মোস্তফার স্কুলজীবন থেকেই হকির প্রতি বাড়তি টান ছিল। নিজের মনের মধ্যে থাকা স্বপ্নটা পরে ছড়িয়ে দিয়েছেন ছেলেদের মধ্যে। বড় ছেলে আফসার উদ্দিনও অনেকটা দূর এগিয়ে শেষমেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। সেই পথ ধরে ২০১৭ সালে প্রথম জাতীয় দলে নাম লেখান আরেক ছেলে নাঈম। তাঁর সাত বছর পর এবার আবেদেরও স্বপ্ন পূরণ হলো। পুরান ঢাকার আরমানিটোলা তারা মসজিদসংলগ্ন এলাকা থেকে উঠে আসা নাঈম-আবেদ এখন মোস্তফা পরিবারের বড় গর্ব।
হকি পরিবারে বড় হয়েছেন নাঈম ও আবেদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা