আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের বাছাইপর্ব খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বের মূল পর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। ওই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে ২ বল থাকতে ২৭৬ রান তোলে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন। 

জবাব দিতে নেমে ৩৯.

১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। দলটির হয়ে দুয়া মাজিদ ৩২, উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশ নারী দলের রাবেয়া ৭ রানে ২টি ও মারুফা ৮ রানে ২ উইকেট নেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ