ডোমিনিকায় নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ২৭
Published: 8th, April 2025 GMT
ডোমিনিকা প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নৈশ ক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ কমপক্ষে ২৭ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
ডোমিনিকা প্রজাতন্ত্রের জরুরি অপারেশন সেন্টারের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল কাজ করছে।
উপকূলের কাছে অবস্থিত জেট সেট নৈশ ক্লাবের ভিতরে কতজন লোক ছিল তা এখনো জানা যায়নি।
প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন, নিহতদের মধ্যে উত্তর মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন।
তিনি এক্স-এ লিখেছেন, “আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে রয়েছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত