ডোমিনিকায় নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত ২৭
Published: 8th, April 2025 GMT
ডোমিনিকা প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নৈশ ক্লাবের ছাদ ধসে প্রাদেশিক গভর্নরসহ কমপক্ষে ২৭ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
ডোমিনিকা প্রজাতন্ত্রের জরুরি অপারেশন সেন্টারের প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল কাজ করছে।
উপকূলের কাছে অবস্থিত জেট সেট নৈশ ক্লাবের ভিতরে কতজন লোক ছিল তা এখনো জানা যায়নি।
প্রেসিডেন্ট লুইস আবিনাদার জানিয়েছেন, নিহতদের মধ্যে উত্তর মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন।
তিনি এক্স-এ লিখেছেন, “আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে রয়েছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা বিএসসির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২১ কোটি ১২ লাখ টাকা, যমুনা ব্যাংকের ১৮ কোটি ৩০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৭ কোটি ৩৩ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৮২ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৫ কোটি ৬২ লাখ টাকা, রবির ১৫ কোটি ৬০ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৪ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা/এনটি/ফিরোজ