গত পরশু বিদ্রোহী ফুটবলারের একাংশের সঙ্গে বৈঠক করেন কোচ পিটার বাটলার, যেখানে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান এই ইংলিশ কোচ। শেষ পর্যন্ত কোচের আমন্ত্রণ গ্রহণ করে আজ অনুশীলনে ফিরেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না বিদ্রোহী ফুটবলাররা।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্রোহীদের একজন আজ প্রথম আলোকে বলেন, ‘শুনেছি এবার নাকি দলে জায়গা পেতে অনেক পরীক্ষা দিতে হবে। এটা কি আমাদের বাদ দেওয়ার জন্যই করছেন তিনি (কোচ)?’ বাটলারের আগে যাঁরা কোচের দায়িত্বে ছিলেন, তাঁদের সময় কি এ রকম পরীক্ষা দিতে হতো না? এমন প্রশ্নের উত্তরে এই বিদ্রোহীর মন্তব্য, ‘হ্যাঁ, দিতে হতো, কিন্তু এতটা কঠিন ছিল না।’

আরও পড়ুনঅদ্ভুত এক নিয়মের কারণে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলতে পারেন ডি ব্রুইনা ৩ ঘণ্টা আগে

যেকোনো টুর্নামেন্টের আগে স্কোয়াডে জায়গা পেতে নির্দিষ্ট কিছু পরীক্ষা এবং পদ্ধতির মধ্য দিয়ে ফুটবলারদের আসতে হয়। সেটা কোচভেদে ভিন্ন হওয়াটাও স্বাভাবিক। বাটলার যেমন প্রথমে ১০–১৪ দিন ফিটনেস ট্রেনিং করাবেন, যার শুরুতে থাকবে বিপ টেস্ট। ফিটনেস ট্রেনিংয়ে প্রত্যেক ফুটবলারকে প্রায় ১৬০০ মিটার পর্যন্ত দৌড়াতে হবে। এরপর থাকবে রিকভারি বল ড্রিলসহ ৪০ মিটার শাটল দৌড়।

যত দূর জানা গেছে, প্রায় দুই সপ্তাহ পর ফুটবলারদের সামগ্রিক একটা মূল্যায়ন হবে। যেখানে বিপ টেস্ট, ফিটনেস টেস্টের স্কোর, পারফরম্যান্স, শৃঙ্খলা ও আচরণের মাপকাঠি বিচার করেই এশিয়ান কাপ বাছাই এবং সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের জন্য দুই ভাগে মোট ৩৫ জন খেলোয়াড় বাছাই করবেন কোচ।

সানজিদা ও মারিয়া মান্দাও ছিলেন অনুশীলনে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ