৭৫, ৭০, ৪৪, ১২, ৮৭*—এবারের আইপিএলে নিকোলাস পুরানের রান। এই ইনিংসগুলো খেলার পথে ক্যারিবীয় ব্যাটসম্যান ছক্কা মেরেছেন ২৪টি। বলে রাখতেই হচ্ছে, এখন পর্যন্ত টুর্নামেন্টে ১৫টির বেশি ছক্কা মারতে পারেননি আর কেউ।
টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক (২৮৮) তিনি, মেরেছেন ২৫টি চারও। কমপক্ষে ১০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটও (২২৫) তাঁর। আর কী চাই!
আইপিএলের এবারের মৌসুমে লক্ষ্ণৌ যে ধারাবাহিক পারফর্ম করছে, তার বড় কারণ এই পুরানই। ৫ ম্যাচের মধ্যে দলটি জিতেছে ৩টিতে।
পুরানের টুর্নামেন্ট শুরু হয় ২৪ বলের ফিফটিতে। দিল্লির বিপক্ষে সেই ম্যাচে পুরান করেন ৩০ বলে ৭৫ রান। তবে দিল্লির আশুতোষ শর্মার অবিশ্বাস্য এক ইনিংসে জেতা ম্যাচটি হেরে যায় লক্ষ্ণৌ। ইনিংসের শেষ ১১ বলে ৫ ছক্কায় ৪৬ রান করে দলকে ১ উইকেটের জয় এনে দেন আশুতোষ।
দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পুরান ফিফটি করেন ১৮ বলে। সেই ইনিংসটিতে ২৫ বলের মধ্যে ১২টিতেই চার-ছক্কা মারেন এই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। পরের দুই ম্যাচে ফিফটি না পাওয়া পুরান কাল আবার ফিফটি পেলেন, খেললেন আইপিএলে ক্যারিয়ার–সেরা ৮৭ রানের ইনিংস। ২১ বলে ফিফটি পেয়েছেন।
কাল ২১ বলে ফিফটি করেন পুরান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে